স্টাফ রিপোর্টার : জাতীয়পাটির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারদিন ব্যাপী কর্মসূচীর সমাপ্তি দিবসে আলোচনা সভা। ময়মনসিংহ মহানগর জাতীয়পাটির আয়োজনে নগরের টাউনহল মাঠে মঙ্গলবার বিকালে ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জাতীয়পাটির মহাসচিব বীরমুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু । তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়নের পিছনে জাতীয়পাটির অবদান অপরিহার্য । বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এর সুদৃষ্টির কারনে ৮ম বিভাগে ময়মনসিংহ রুপান্তরিত, শিক্ষাবোর্ড গঠন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন করা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রে জাতীয় পার্টির অবদানই বেশী। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সরকার গঠন করতে হবে। তবেই দেশের গণতন্ত্র ফিরে আসবে।
বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য ময়মনসিংহ জেলা সাধারন সম্পাদক ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব জসিম উদ্দিন ভুইয়া, উপদেষ্টা ডা: কে আর ইসলাম, হাফিজ উদ্দিন মাস্টার, আবু মুসা সরকার, শফিকুল আলম তপন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন মহানগর জাতীয়পাটির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ। সঞ্চালনায় ছিলেন মহানগর সাধারন সম্পাদক আব্দুল আওয়াল সেলিম ও ইদ্রিছ আলী ।