নকলা(শেরপুর)সংবাদদাতা: সোনার বাংলা সার্ভিসের একটি গণপরিবহনের বাসে চড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী এমপি।
তিনি গত দু’দিন তার সংসদীয় আসনের নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় মেধাবী শিক্ষার্থী, দরিদ্র অসহায় শীতার্ত মানুষ ও মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় নকলা শহর থেকে সোনার বাংলা বাসের যাত্রী হিসেবে ঢাকার উদ্দেশে রওনা হন।