বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে গফরগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরন বিভাগে নির্বাহী প্রকৌশলী দপ্তরের আয়োজনে অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায়ী কর্মকর্তা কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ীরা হলেন- গফরগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরন বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী এম আসিফুর রহমান রেজা, উচ্চমান সহকারী এমদাদুল হক, লাইনমান (বি/এ) মোঃ সুলতান ফকির, মোঃ মফিজ উদ্দিন, মোঃ নুর হোসেন, মোঃ মোস্তফা, মোঃ মনসুর আলী মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন, গফরগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, মোঃ জুবায়েদ হুসাইন, আবদুল্লাহ আল নোমান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী, মিটার রিডার ও বিল বিতরণকারীগণ উপস্থিত ছিলেন।