গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
‘দুর্যোগ আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা “এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২২পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
পরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান সালমা আক্তার রুবি,গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাবেক সভাপতি ডা হেলাল উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, সাংবাদিক ফারুক আহাম্মদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান হযরত আলী, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।