গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকবের মোড় হইতে পাছার পর্যন্ত যাওয়ার সড়কের কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় গত তিন মাস ধরে ভেঙ্গে পড়ে থাকলেও দেখার কেউ নেই! চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে আট গ্রামের প্রায় ১০ হাজার মানুষের ।
বিশেষ করে কৃষকের উৎপাদিত ফসল আনা নেওয়া ও কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ভালুকবের মোড় থেকে পাছার পর্যন্ত গ্রামীণ
সড়কের সানিয়াপাড়া গ্রামের মো. এমদাদুলের বাড়ির সামনে ভাঙ্গা এই
কালভার্টটি। ভাঙ্গা অংশে খেজুরের গাছের কাটা বিছিয়ে রাখা হয়। আর
সেখান দিয়ে প্রতিনিয়তই ঝুাঁকি নিয়ে ছুটে চলছেন শিক্ষার্থীসহ এলাকার
সাধারন মানুষ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী জানায়,প্রায় ১৫ বছর আগে সড়কটি নির্মাণ করা হলেও এরপর সড়কটিতে আর কোনো ধরনের সংস্কার করা হয়নি।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল মিয়া সাংবদিকদের বলেন কালভার্টটি ভাঙ্গা থাকায় চলাচল ব্যাহত হচ্ছে। এ অবস্থায় পরিষদে লিখিত ভাবে জানানো হয়েছে। কিন্তু এখনও কোনো ধরনের ব্যবস্থা হচ্ছে না।
স্থানীয় বাসিন্ধা আব্দুল হাই জানান,ভালুকবের,পাছার বাজার,মতির বাজার,সানিয়াপড়া,পল্ট্রীপাড়া,ভুইয়ার বাজারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ন
স্থানে প্রায় দশ হাজার লোক চলাচল করে। সড়কের মাঝখানে কালভার্টটি ভাঙ্গা থাকায় জরুরী প্রয়োজনে কোনো যানরবাহন চলাচল করতে পারছে না। এ ছাড়া এই সড়ক দিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চলাচল করে কেউ কোন ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল
বলেন আমি গিয়েছিলাম ছবি উঠিয়ে নিয়ে এসেছি এক সপ্তাহের মধ্যে কাজ করা হবে।