গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে দুই মাথাওয়ালা একটি বাছুরের জন্ম হয়েছে। বাছুরটিকে দেখতে শত শত উৎসুক মানুষ ভীড় জমিয়েছে খামারে। বৃহস্পতিবার সকালে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মোতালেবের খামারে এ বাছুরটির জন্ম হয়।
জানা যায়, গৌরীপুর উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (পিআরএল) মফিজ উদ্দিনের তত্ত্বাবধানে মোতালেবের খামারের শাহীওয়াল জাতের গাভী একটি বাছুর প্রসব করে, যার দুইটি মুখ ও চারটি চোখ রয়েছে। বাছুরটি সূস্থ আছে। গাভীটিকে ব্রাকের একজন কৃত্রিম প্রজনন কর্মী প্রজনন করেছিল বলে জানা গেছে।
গৌরীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজিমুল ইসলাম জানান- সাধারণত জীনগত ত্রুটি, নির্দিষ্ট কোন ভিটামিন, মিনারেলের অভাব কিংবা গর্ভকালীন সময়ে কোন সংক্রামক রোগের কারণে এটা হতে পারে।