শাহজাহান কবির,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা এলাকায় খোলা বাজারে স্বল্প মূলে খাদ্য শস্য (চাল) বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে । সারদেশের ন্যায় বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে গৌরীপুর পৌর শহরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন,পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন,, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নাফ, উপজেলা ওএমএস কমিটির সদস্য-সচিবও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং ওএমএস ডিলারগণ ।
সুত্র জানায়, উত্তর বাজারের ডিলার সুশান্ত সাহা, স্টেশন রোডের ডিলার তোফাজ্জল হোসেন, ইসলামাবাদ মাদ্রাসা এলাকার ডিলার আব্দুল মন্নাফ, কালিপুর দৈনিক বাজারের ডিলার দেলোয়ার হোসেন দুলাল, কালিপুর মধ্যম তরফের ডিলার ইকরাম হোসেন মামুন; এ ৫ টি স্থানে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ০৯টা হতে বিকাল ০৫টা পর্যন্ত খোলা বাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় করবেন। উল্লেখ্য প্রতি জন ক্রেতা ন্যায্যমুল্যে ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। সাধারণ ক্রেতার পাশাপাশি টিসিবির পরিবার কার্ডধারীগণও প্রতি মাসে দুই বার করে ন্যায্যমূল্যে চাল ক্রয় করতে পারবেন।