গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধি
“হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই “এই প্রতিপাদ্যকে সামনে রেখে
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ অক্টোবর দুপুরে উপজেলা পাবলিক হলে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন,
ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রুকন উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহ উদ্দিন সুহেল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক,ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।