গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় তিনটি ইউনিয়ের মাধ্যমিক স্তরের ৮ টি শিক্ষা প্রতিষ্টান নিয়ে সম্মিলিত স্কাউটস দীক্ষা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলামের সভাপতিত্বে ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের শারিরিক চর্চা শিক্ষক নূরুল হক রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি হাসান মারুফ, বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তানভীর আহমেদ সজীব, উপজেলা স্কাউটস সম্পাদক ও লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান কামরুল হাসান খান কামাল ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজিম উদ্দিন, বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল বারী, রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায়, ধুরুয়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন,
পরে নবাগত ৩২ জন স্কাউটদের সদস্য ব্যাচ পরিয়ে দেন অতিথিরা