গৌরীপুর (ময়মনসিংহ)
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে শাহগঞ্জ শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলামের সভাপতিত্বে শাহগঞ্জ শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ইউনিট লিডার মোঃ মনজুরুল হকের সভাপতিত্বে স্কাউটদের নিয়ে দিনব্যাপী ক্যাম্পিং এর মাধ্যমে সম্মিলিত দীক্ষা অনুষ্ঠান আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিনব্যাপী অচিন্তপুর, মাওহা, ও সহনাটী ইউনিয়নের নতুন স্কাউটদের সম্মিলিত ভাবে দীক্ষা প্রদানের মাধ্যমে বিশ্ব স্কাউটসের সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে নতুন সদস্যদের দীক্ষিত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সভাপতি ও নির্বাহী অফিসার হাসান মারুফ, বিশেষ অতিথি ছিলেন শহরবানু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তানজীর আহমেদ রাজিব, লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটস সম্পাদক দেওয়ান কামরুল হাসান খান কামাল ,মাওহা ইউপি চেয়ারম্যান আল ফারুক, সহনাটি ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন কাদের রুবেল, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান জায়েদুল রহমান। অনুষ্ঠানে অচিন্তপুর, মাওহা,সহনাটি ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সামাজিক কর্মকাণ্ডে আত্মশুদ্ধি অত্যন্ত জরুরি। আত্মশুদ্ধি আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় স্কাউটিং।
শাহজাহান কবির
০১৭১৩৫২১০৬৬