গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মো. রুমান মিয়া ৬দিন যাবৎ নিখোঁজ রয়েছে। সে রামগোপালপুর ইউনিয়নের বীরপশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহানের পুত্র।
রোমান মিয়ার মা রোকেয়া আক্তার জানান, গত সোমবার (৭ ফেব্রুয়ারি) পরিবারের কাউকে কিছু না বলেই কোথায় চলে গেছে। এ কয়েকদিন আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেছি। এলাকায় মাইকিং ও পোস্টার করেছি। তারপরও সন্ধান মিলেনি। এ ঘটনা শাহজাহান গৌরীপুর থানায় ১০ ফেব্রুয়ারি সাধারণ ডায়রী করেছেন। জিডি নং ৩৮১।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় গৌরীপুর থানায় সাধারণ ডায়রী হয়েছে। ছবিযুক্ত বার্তা প্রেরণ করা হয়েছে। আমরাও তাকে খোঁজে বের করার চেষ্টা করছি। ###