মোঃ বিল্লাল হোসেন, শেরপুর থেকেঃ
ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর জাতীয় শ্রমিকলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সোমবার বিকাল ৩ টায় হলদীবাট চৌরাস্তা মোড়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্ববায়ক নুরুল ইসলাম ফটিক।
গৌরীপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব শাহ জাহান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলতাব হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক হাসেন আলী বড়, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মনা, গৌরীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম, গৌরীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ ছামিউল হক প্রমুখ। পরে বাইভোটে আনোয়ার হোসেনকে সভাপতি ও নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সম্মেলনে দলীয় নেতা কর্মিরা অংশ গ্রহন করে।