এনামুল হক ছোটনঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ এর উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগ এর উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা এর নেতৃত্বে ১৮ অক্টোবর (মঙ্গলবার) বাদ আছর গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের আলোচনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
এর আগে নেতাকর্মীদেরকে নিয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভায় গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, শেখ রাসেল ছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ উত্তরসূরী। তিনি বেচে থাকলে দেশের বা দলের নেতৃত্ব দিতেন। দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতেন ।
জাতির পিতা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ ও জাতি আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশে মর্যাদা লাভ করেছে। এজন্য আমরা জাতির পিতা ও তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।