এনামুল হক ছোটনঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগ এর উদ্যোগ ও গৌরীপুর ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (গৌরীপুর খেলার মাঠে) এক প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়। গত শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম গৌরীপুর ফুটবল একাদশ।
প্রীতি ফুটবল ম্যাচটি ০১-০১ গোলে ড্র এর মাধ্যমে দুই দলই সুন্দর একটি মনোমুগ্ধকর খেলা উপহার দেন মাঠে থাকা হাজার হাজার দর্শকদের। উক্ত প্রীতি ফুটবল ম্যাচ দেখতে গৌরীপুর সদর উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন ও অন্যান্য উপজেলা থেকেই হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক খেলা দেখতে আসে। খেলা শেষে অংশগ্রহণকারী দুই দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহা ,
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, গৌরীপুর থানার ওসি সহ উপজেলা ও ইউনিয়নের জনপ্রতিনিধিগন এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। শান্তিপূর্ণ পরিবেশ সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক। প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে স্টেডিয়ামে সংস্কারেরও উদ্যোগ গ্রহণ করা হয়।