রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন

চন্দনাইশে সুচিয়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ বিগ্ৰহের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ সুমন / ১৯৪ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৭:৩৩ পূর্বাহ্ণ

মোঃ সুমন:

চট্রগ্রাম চন্দনাইশ সুচিয়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ বিগ্ৰহের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা বৈষ্ণব প্রবর কৃষ্ণ স্বপন গোস্বামীর আয়োজনে মহতী ধর্মসভা ও ধর্মীয় সংগীতানুষ্টান এবং চতুপ্রহরব্যাপী ভাগবত পাঠ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ শে নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত ধর্মসভায় সভাপতিত্ব করেন শ্রী মৃদুল কান্তি বৈদ্য, সভাপতি রাধাকৃষ্ণ সেবক সংঘ চন্দনাইশ শাখা। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অরুন মল্লিক, দি চিটাগাং ট্রাষ্ঠ বাংলাদেশ।প্রধান ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ, গবেষক ও সমাজচিন্তাবিদ।এতে প্রদান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বলরাম চক্রবর্তী,সভাপতি পূজা উদযাপন পরিষদ, চন্দনাইশ চট্টগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শ্রীমতি অর্চনা ভট্টাচার্য মহিলা সম্পাদিকা রাধাকৃষ্ণ সেবক সংঘ চন্দনাইশ চট্টগ্রাম।

অদিবাস ও কীর্তন পরিবেশনা করেন, প্রিয়ব্রত গোস্মামী তনু, রাধারমন সেবাশ্রম সুচিয়া চন্দনাইশ চট্টগ্রাম।

অনুষ্ঠান পৌরহিত্যে করেন বৈঞ্চবপ্রবর নিতাই চাঁদ গোস্বামী, ধর্মপুর সাতকানিয়া চট্টগ্রাম।

অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী মৃদুল কান্তি দাশ,সুচিয়া চন্দনাইশ চট্টগ্রাম।বরুন সেন, বাবুল দাশ, সাখাওয়াত হোসেন মতিন, তিলক চক্রবর্তী, প্রমুখ।

শ্রী শ্রী ভাগবত পাঠ পরিবেশনায় ছিলেন সুচিয়া ভাগবত সংঘ চন্দনাইশ,পদুয়া ভাগবত সংঘ লোহাগাড়া, ধর্মপুর ভাগবত সংঘ, সাতকানিয়া, পাথরঘাটা ভাগবত সংঘ, পাথরঘাটা চট্টগ্রাম।

ছবি ক্যাপশনঃ-চন্দনাইশে সুচিয়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ বিগ্ৰহে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com