ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর মারা গেছেন। রবিবার (১৩ নভেম্বর) দুপুরে গায়কের স্ত্রী কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিকেল ৩.০৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর। কিডনি লিভারসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। পচন ধরায় সম্প্রতি অস্ত্রোপচার করে করে পা কেটে ফেলা হয়েছিল আকবরের।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালে গায়ক আকবরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর। অনেক দিন ধরেই চলছিল তাঁর চিকিৎসা। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর আগে শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে বিছানায় ছিলেন এই গায়ক।
সর্বশেষ আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল গায়ককে। তবে শেষ পর্যন্ত আর ফিরলেন না তিনি। পাড়ি জমালেন না ফেরার দেশে। বর্তমানে তাঁর মরদেহ রাজাধানীর পিজি হাসপাতালে রয়েছে। সেখান থেকে মিরপুর ১ নম্বরের বাসায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।