স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বিশিষ্ট আইনজীবী, রাজনৈতিক ব্যাক্তিত্ব, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্যসহ নেত্রকেনার কেন্দুয়া আটপাড়ার সাবেক চার বারের সাংসদ, বঙ্গবন্ধুর নেতৃত্বে জেলা গভর্নর, জেলা আওয়ামী লীগের সভাপতি, ময়মনসিংহ বারের ৮ বার সভাপতি এডভোকেট এম.জুবেদ আলী (৯২) শনিবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় ময়মনসিংহ নগরীর নেক্সাস কার্ডিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না ল্লিাহে…… রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতী নাতনি সহ অসংখ্য আত্নীয়-স্বজন, সহকর্মী, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। এদিন সন্ধা ৭-৩০ মিনিটে গ্রামের বাড়ী কাউরাট দাখিল মাদ্রাসার মাঠে মরহুমের ১ম জানাযা অনুষ্ঠিত হয়। রবিবার (১ মে) সকাল ১০টায় ময়মনসিংহ বার কাউন্সিলে ২য় জানাযা ও সকাল ১১টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে মুরহুমের ৩য় জানাযার নামাজ শেষে ময়মনসিংহ গোলকিবাড়ি কবরস্থানে দাফন করা হবে। আওয়ামীলীগের এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে কেন্দুয়া-আটপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবীন আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক নেত্রকোনা ৩ আসন (কেন্দুয়া আটপাড়া) সংসদ সদস্য অসীম কুমার উকিল, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুইয়া, সাধারন সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুইয়া, বিভিন্ন অংগ সংগঠনের ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতারা। এছাড়াও তাঁর মৃত্যুতে আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আইনজীবী নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এম জোবেদ আলী তাঁর কর্মময় ও রাজনৈতিক জীবনে একজন দেশপ্রেমিক নির্লোভ নিরহংকার নির্মোহ ব্যক্তিত্ব ছিলেন।