বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান (৫৫) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)।
রবিবার আনুমানিক ভোর ৫ঃ০০ ঘটিকায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন বলে জানান তার স্বজনরা। আলহাজ্ব নুরুজ্জামান উপজেলার দক্ষিণ বারপোতা গ্রামের আব্দুল সাত্তার মোড়লের ছেলে। শারীরিক জটিলতায় দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের অকাল মৃত্যুতে গভীর ভাবে শোক জ্ঞাপন করেছেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যাসোসিয়েশন এর সাবেক সম্মানিত সিনিয়র সহ-সভাপতি এবং বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
এমন একজন সদা হাস্যজ্জল, পরোপকারী, সুযোগ্য অভিভাবকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেছেন শার্শা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সহ সর্বস্তরের মানুষ
আজ রবিবার বিকাল ৫ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।