সানজিদ মাহমুদ সুজন,জেলা প্রতিনিধি:জাজিরা(শরীয়তপুর)
কুন্ডেরচর ইউনিয়নের অন্তর্গত পদ্মানদীতে জেগে ওঠা ডুবোচর রক্ষায়, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, মাদক দ্রব্য ব্যবসায়ীদের নিয়ন্ত্রণসহ, নদীতে চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যা নিয়ে শরীয়তপুরের জাজিরার শফি কাজীর মোড়ে সাধারণ জনগনের সাথে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩-সেপ্টেম্বর) বিকাল চারটার সময় কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন বেপারির সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন বেপারি, সাবেক চেয়ারম্যান মোতালেব মোল্লা, কুন্ডেরচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাষ্টার একেএম নান্টু মল্লিক ও ইউনিয়নের বিভিন্ন নেতৃস্থানীয় লোকজন এবং কুন্ডেরচর ইউনিয়নের সাধারণ জনগন।
এসময় চেয়ারম্যান আক্তার হোসেন বেপারিসহ উপস্থিত অতিথিবৃন্দ পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলনসহ,নদির চাদাবাজি ও অন্যান্য সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে সকলের যৌথ উদ্যোগে একসাথে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মধ্যে জাজিরা উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের কাছে মাদক, জুয়া ও অবৈধ বালু উত্তোলনসহ,নদির চাদাবাজি ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্যঃ কুন্ডেরচর ইউনিয়নের মূল ভূখণ্ডের বেশিরভাগ অংশ বিগত কয়েক বছরের পদ্মা নদীর তীব্র ভাঙ্গনের কবলে পড়ে নদী গর্ভে বিলীন হয়ে যায়। যার ফলে এই ইউনিয়নের বেশিরভাগ মানুষ আশপাশের বিভিন্ন ইউনিয়নে বসবাস করছে এবং পেশা বদল করে নিম্ন শ্রেণির বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে।
এমতাবস্থায় পদ্মানদীর কুন্ডেরচর অংশে বেশ কয়েকটি ডুবোচর জাগায় এই ইউনিয়নের মানুষের মনের মধ্যে নতুন আশার আলো জাগ্রত হয়েছে। যা অবৈধ ড্রেজিংয়ের ফলে হুমকির মুখে পড়েছে।