শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

জাতীয় ছাত্রসমাজের হামলার স্বীকার ছাত্রলীগ নেতা কে হাসপাতালে দেখতে গেলেন সুমন খান

রির্পোটারের নাম / ১৮৪ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৭:০০ অপরাহ্ণ

এস,আর শরিফুল ইসলাম রতন,লালমনিরহাট

লালমনিরহাট পৌর ছাত্রলীগের ০৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি মুন্নার উপর জাতীয় ছাত্র সমাজের ক্যাডার অতর্কিত হামলার খবর পেয়ে, জেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খান ছুটে যান হাসপাতালে এসময় আহত ছাত্রলীগ নেতার চিকিৎসার খোঁজ খবর নেন সুমন খান ।

 

শনিবার(০৩ডিসেম্বর) দুপুর ১’৩০ মিনিটের দিকে পৌরসভার তিনদিঘী এলাকায় পৌর ছাত্রলীগের ০৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি মুন্নার উপর জাতীয় ছাত্র সমাজের ক্যাডার বাহিনী অতর্কিত হামলা করে,এসময় মুন্না গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।মুন্নার আহত হবার খবর পেয়ে ছুটে আসেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খাঁন,তিনি এসময় মুন্নার চিকিৎসার সকল খোঁজ খবর নেন,অবিলম্বে সন্ত্রাশীদের গ্রেফতারের দাবী জানান।

ঘটনার সুত্রে আহত মুন্না জানান,জাতীয় পার্টির নবাগত এক নেতার ইন্ধনে তিনদিঘী নামাটারি, উচাটারী এলাকায় জাতীয় ছাত্রসমাজের নামে একটি সংঘবদ্ধ ক্যাডার বাহিনী গড়ে উঠেছে,এদের বেশীর ভাগ বিএনপির চিহ্নিত সন্ত্রাশী ক্যাডার ছিল বলে উল্লেখ করেন,এই বাহিনী এলাকায় মাদক, জুয়া চাঁদাবাজির নেতৃত্ব দিয়ে আসছে,এর প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতা মুন্না কে টার্গেট করে ক্যাডার বাহিনী।ছাত্রসমাজের ঐ ক্যাডার বাহিনী ছাত্রলীগ নেতা মুন্না সহ আওয়ামিলীগের বিভিন্ন শ্রেনীর নেতা কর্মীদের চাকুরী,অর্থ,সুযোগ সুবিধার প্রলোভন দিয়ে দলে ভেড়ানোর চেষ্টা করছে।ছাত্রলীগ নেতা মুন্না বাঁধা হয়ে দাঁড়ানোর কারনে পরিকল্পিত ভাবে আজকে মুন্নার উপর হামলা করা হয়েছে বলে তিনি সহ এলাকা বাসী জানান।

এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় অভিযোগ দেবার প্রশ্তুতি চলছে বলে মুন্নার পরিবার জানায়।

জাতীয় ছাত্র সমাজ নেতা জাকির হোসেন এই প্রতিবিদক কে জানান, মুন্নার ঘটনায় জাতীয় ছাত্র সমাজের কেউ জড়িত নয়।এটি অরাজনৈতিক ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com