২৫ ফেব্রুয়ারি, জাতীয় কৃষক সমিতির ময়মনসিংহ জেলার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে স্থানীয় মুসলিম ইনস্টিটিউটে একটি আলোচনা সভা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ নিতাই চন্দ্র রায় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি ও পলিটব্যুরো সদস্য কমরেড কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি কমরেড সুজিত বর্মণ, জাতীয় শ্রমিক ফেডারেশন, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি জিএস মজুমদার (খোকন), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ময়মনসিংহ জেলা কমিটির সদস্য কমরেড আক্কাস আলী, মুক্তাগাছা উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণত সম্পাদক কমরেড রফিকুল ইসলাম রবি। আলোচনা সভায় বক্তব রাখেন, জাতীয় কৃষক সমিতি ত্রিশাল উপজেলা কমিটির সভাপতি আল আফরোজ ও কমরেড আক্কাস আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কমরেড মাহমুদুল হাসান মানিক বলেন, এদেশে সকলের সংগঠন থাকলেও কৃষকের কোনো সংগঠন নেই। কৃষক উৎপাদন মূল্যের চেয়ে কম দামে কৃষিপণ্য বিক্রি করে সর্বশান্ত হচ্ছেন।এ অবস্থা থেকে কৃষকদের বাঁচাতে হলে কৃষক সংগঠন ও কৃষি আন্দোলনের কোনো বিকল্প নেই। সমাবেশে কৃষিবিদ নিতাই চন্দ্র রায়কে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।