ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি :
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে যশোরের শার্শায় র্যালি ও সমাবেশ করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। ‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে শনিবার সকালে নাভারণ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে এই র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি নাভারণ সাতক্ষীরা মোড় হতে শুরু করে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিরাপদ সড়ক দিবসের স্লোগান মেনে সবাইকে গাড়ি চালাতে হবে। কারণ আমরা গাড়ি চালানোর সময় খুবই অস্থির থাকি, অমনোযোগী থাকি। আর এর কারণেই যত বিপত্তি। আমরা নিজেরা সচেতন হলেই দূর্ঘটনা থেকে বাঁচা সম্ভব।
এসময় হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।