স্টাফ রিপোর্টার : “মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এস.এস.সি. ২০২১ পরীায় জিপিএ এ+ ও এ প্রাপ্ত সরকারি শিশু পরিবার বালিকা ময়মনসিংহ এবং দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় হয়েছে। রবিবার (২ জানুয়ারী) সকালে টাউন হল প্রাঙ্গনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা। র্যালীটি টাউন হল প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। র্যালী শেষে বৈশাখী মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহ জেলার উপ-পরিচালক দেশ সেরার পুরস্কার পাওয়ায় ধন্যবাদ জানান এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে এ ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: জাহাঙ্গীর আলম, সমাজসেবা অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলী হায়দার ভ’ইয়া, আসপাডার ইডি লায়ন আব্দুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান।