জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ২৪জন অসহায় ও অস্বচ্ছল ব্যাক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫জনিুয়ারী)জামালপুর সদর অসনের এমপি আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন (সিআইপি)এর বকুলভিলা নিজ বাসভবনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন (সিআইপি) অসহায় ও অস্বচ্ছল ব্যক্তির হাতে ১১ লাখ ২০ হাজার টাকার চেক তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য সরোয়ার হোসেন শান্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি শীতার্ত বীরমুক্তিযোদ্ধা পরিবারদের কম্বল বিতরণ করেন।