স্টাফ রিপোর্টার : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলে প্রতি বছরের ন্যায় এবারও জাসদ কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে নগরীর মদনবাবু রোডস্থ জাসদ কার্যালয়ে ঈদ সামগ্রী শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এসময় ময়মনসিংহ জেলা জাসদের সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, জাতীয় শ্রমিক জোট সভাপতি শামসুল আলম খানসহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।