স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (২৫ জানুয়ারি) অনলাইন জুম মাধ্যমে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। দেশব্যাপি করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা জারি করা হয়েছে। মাঠ পর্যায়ে নির্দেশনাসমূহ বাস্তবায়ন করতে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে করোনা প্রতিরোধ কমিটির সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণায় এর সচিব মোসাম্মৎ হামিদা বেগম এবং কমিটির সকল সদস্য সভায় সংযুক্ত ছিলেন। সবাইকে মাস্ক পরিধান করা, টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করে যাচ্ছে।