গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে গৌরীপুরে বিজয়ী হয়েছেন মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন (হাতি), তাঁর প্রাপ্ত ভোট ৬৩। এছাড়া মোঃ আব্দুল কাদির (তালা) ৪০, ইঞ্জিনিয়ার জুলফিকার আলী (টিউবওয়েল) ৩৯ ও মোঃ সম্রাট হোসেন শাওন (ঘুড়ি) ০২ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা আসনে বর্তমান সদস্য আরজুনা কবীর (ঘড়ি) ৮৬, নাজমুন নাহার মুক্তা (ফুটবল) ৫৪ ও ফারহানা আক্তার (দোয়াত কলম) ০৪ ভোট পেয়েছেন।
চেয়ারম্যান পদে অধ্যাপক ইউসুফ খান পাঠান (আনারস) ৮৬, নূরুল ইসলাম রানা (ঘোড়া) ৪১, আমিনুল ইসলাম শাহীন (চশমা) ১৩ ও হামিদুল ইসলাম (মোটরসাইকেল) ০৬ ভোট পেয়েছেন।
গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গৌরীপুরে মোট ভোটার সংখ্যা ১৪৬ জন। তমধ্যে ১৪৫ জন ভোট দিয়েছেন।