স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে ৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধায় ময়মনসিংহ পুলিশ লাইন্স এ সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার আহমার উজ্জামান স্বাগত বক্তব্যে বলেন, সাংবাদিকগন পুলিশের বিশ্বস্থ বন্ধু, আইনশৃংখলা রার কাজে সাংবাদিকগণ পুলিশকে সবসময় সহযোগিতা করে থাকেন। সব সময় তাদেরকে আমাদের কাছে পাই। আজ তাই এই রমজানে সর্ব প্রথম সাংবাদিক ভাইদের নিয়ে ইফতার মাহফিলে মিলিত হয়েছি। পুলিশ সুপারের বক্তব্যের পর বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা, নিয়ামুল কবীর স্বজল, নজীব আশরাফ প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন্স মসজিদের ইমাম ইমাম হোসেন।