বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার সকালে ঝিকরগাছা বাসষ্টান্ড সংলগ্ন ও দুপুর ১টার দিকে গদখালি টু পানিসাড়া সড়কের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হচ্ছেন হাসানুর রেজা হাসান (৩৭) ও শিহাব হাসান(১৫)। নিহত হাসান পৌর সদরের ৭নং ওয়ার্ডের মৃত সায়েদ আলীর ছেলে ও শিহাব উপজেলার কুমরী গ্রামের সাবেক ইউপি সদস্য বজলুর রহমানের ছেলে।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে একটি ভ্যানে কিছু পরিমাণ তরকারী নিয়ে বাজারে আসার পরে ভ্যানে থাকা অন্য এক যাত্রীকে হানিফ সুপার মার্কেটের সামনে নামিয়ে দিয়ে, পূর্বের ন্যায় কাঁচাবাজারের যাওয়ার জন্য ভ্যান চালক অসাবধানতার মাধ্যমে তার ভ্যান ঘুরিয়ে নিতে যাওয়ার সময় বেনাপোলগামী একটি ট্রাক এসে মেরে দেয়। ঘটনাস্থলে হাসান নিহত হয়।
অপর দিকে গদখালী টু পানিসারা সড়কের নিমতলা এলাকায় বালু বোঝায় ট্রাক চাপায় শিহাব ১৪ নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক স্কুল ছাত্র।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,নিহত শিহাব ও তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে গদখালি ফুলের বাগানে বেড়াতে যাচ্ছিলো।পথিমধ্যে গদখালী টু পানিসারা সড়কের নিমতলা নামক এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি বালু বোঝায় ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে শিহাব নিহত হয়। এতে আহত হয় তার বন্ধু।তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
প্রাথমিক ভাবে নিহতের সুরতাল করেছি এবং তার অভিবাবকরা এসেছে।মামলায় না করে লাশ তারা নিয়ে যেতে চায় বলে তিনি জানান।