মোঃ বিল্লাল হোসেন, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃতীয়বারের মতো দলের সভাপতি নির্বাচিত হয়েছেন,এসএমএ আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
জানা গেছে, গত ৯ মে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি সম্পাদকের নাম ঘোষণা না করেই অধিবেশন সমাপ্তি ঘোষণা করা হয়। গত ৬ মাসে ও সভাপতি, সম্পাদকের নাম ঘোষণা না করায় দলের অভ্যান্তরে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়।
আর এ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ৩ নভেম্বর বৃহস্পতিবার শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এসএস আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমকে ও বিশ্বজিৎ রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।