টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা পুলিশের প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৭ এপ্রিল বুধবার টাঙ্গাইল জেলা পুলিশের প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। প্রশাসনিক সভায় জেলার বিভিন্ন অফিস ও ইউনিটের প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি এবং সুবিধা- অসুবিধা নিয়ে আলোচনা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, সহকারি পুলিশ সুপার (এসএএফ)মোঃ আবদুল্লাহ আল ইমরান, ‘ সহ জেলা পুলিশের অন্যান্য অফিসারগণ এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ।