স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম। গত রবিবার ও সোমবার সিটির ১ থেকে ৬নং ওয়ার্ডের ১৭ টি স্পটে ১৪ হাজাত ২৩১ জন নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবি পণ্য প্যাকেজ আকারে বিতরণ করা হয়েছে। মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র তদারকিতে ওয়ার্ড কাউন্সিলরগিণের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। টিসিবি পণ্য বিতরণে অনিয়ম- প্রতিরোধে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত পর্যবেণ করছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি নিয়েছে। এ কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং নির্বিঘেœ পণ্যসমূহ সাধারণ মানুষের কাছে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ বিষয়ে কোন দূর্ণীতি পাওয়া গেলে তা কঠোরভাবে দমন করা হবে।