গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা মিজাজ খাঁন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২০২২ শিক্ষা বর্ষে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীরমুক্তিযোদ্ধা তাহের উদ্দিনের সভাপতিত্বে বিদ্যালরের ল্যাব এসিষ্ট্যান্ড রেজাউল করিমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কছুম উদ্দিন, হাজী আফজাল হোসেন তালুকদার, শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুরুল হক,উপজেলা স্কাউটস এর সম্পাদক, লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা মিজাজ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা দেওয়ান কামরুল হাসান কামাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিকুন্নাহার, কাজী নিজাম উদ্দিন, সাংবাদিক শাহজাহান কবির, ইউপি সদস্যা পপি শেখ, মাওহা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শফি উদ্দিন, এখলাছ উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের উপহার প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।