শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

রির্পোটারের নাম / ১৩১ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭:৫১ পূর্বাহ্ণ

অনলাইন  ডেস্ক:

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।মঙ্গলবার সকাল ১০টার দিকে লাকসাম-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  লাকসাম রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস নামে একটি ট্রেন টুগুরিয়া ক্রসিংয়ে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত ওই ট্রেনের ধাক্কায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

স্থানীয়রা জানান, দূর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলওয়ে এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com