স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত দুই দিনে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে দুই কেজি গাজা, ৩শত পিস ইয়াবা ট্যাবলেট ও ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসাবে গত দুই দিনে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুই কেজি গাজা, ৩শত পিস ইয়াবা ট্যাবলেট ও ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার ডিবি পুলিশ মুক্তাগাছার ঘোঘা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে সাইয়ুকে গ্রেফতার করে। সোমবার এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকার হাবিরবাড়ী এলাকা থেকে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট ও ২৬ গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, কামাল হোসেন ও মাসুদ মিয়া।