মোঃসোহেল রানাঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ খালেক তালুকদারের উপর অর্তকিত হামলা ও তার ব্যবসা প্রতিষ্ঠান,মিল কারখানা এবং তিন লক্ষ টাকার লুটপাট করার অভিযোগ রয়েছে যুবলীগের আহবায়ক আঃ মান্নানে’ র বিরুদ্ধে। উল্লেখিত বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান আঃখালেক তালুকদার গোয়াতলা শসার বাজার তার ব্যক্তিগত অফিসে ১৩ এপ্রিল রোজ( বুধবার) দুপুরে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ইউনিয়ন ছাত্রলীগের নব্য ঘোষিত কমিটিকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে গত ১২ এপ্রিল মঙ্গলবার বিকালে যুবলীগের আহবায়ক আঃ মান্নান ছাত্রলীগের সভাপতি মাজহারুল হাসান রাকিব ও সাধারন সমপাদক শিবু চন্দ্র দাস এর নেতৃত্ব বহিরাগত শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার ব্যক্তিগত অফিস, মিল কারখানা, ব্যবসা প্রতিষ্টান, ও ডায়াগনস্টিক সেন্টারে ভাংচুর ও তান্ডব চালায়।
উক্ত ঘটনায় প্রত্যক্ষদষিরা দেখে কাকনী ইউনিয়নের সর্বস্তরের আমজনতা ভূমিদস্যু উপজেলা যুবলীগের আহবায়ক আঃ মান্নান ও ছাত্রলীগের সভাপতি,সাধারণ সমপাদকসহ বরিরাগত সন্ত্রাসীদের দীর্ঘ তিন ঘন্টাব্যপী অবরোধ করে রাখে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, উপজেলা যুবলীগের আহবায়ক আঃ মান্নান একজন ভূমিদস্যু। তিনি এ পদ পাওয়ার পর থেকেই দলীয় নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।
আঃ মান্নান ওই পদকে ক্যারি করে ঘোটা উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।মান্নান এখন ঘোটা উপজেলা আতংকের নাম।