মোঃসোহেল রানাঃ ময়মনসিংহের তারাকান্দায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে খতমে কুরআন, রেলি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা হলরুমে তারাকান্দা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,সহ-সভাপতি মেজবাহ উল আলম চৌধুরী রুবেল,বালিখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম প্রমূখ।
এর আগে রেলি অনুষ্ঠিত হয়। রেলিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও শিক্ষিকাগণ।