মোঃসোহেল রানাঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
১৯৮৬ সালের এ দিনে সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষে সারা দেশের ন্যায় তারাকান্দা উপজেলা শাখার জাতীয় পার্টির উদ্যোগে তারাকান্দা উপজেলার সভাপতি এম এ মাসুদ তালুকদা’র নেতৃত্বে দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় পার্টির হাই কমান্ড এর দিক নির্দেশনায় আসন্ন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে (লাঙ্গল) প্রতীক নিয়ে নির্বাচনের প্রার্থীতা ঘোষনা করেন এম এ মাসুদ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবং বক্কর ছিদ্দিক সম্পাদক, কামারগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক, বাবুল আহামেদ, রামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবুল, ঢাকুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরুজ আলী, পল্লীবন্ধু পরিষদের তারাকান্দা উপজেলার সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ