মোঃসোহেল রানাঃময়মনসিংহে তারাকান্দা উপজেলার ৫ নং বালিখাঁ ইউনিয়নের চিনাপতি গ্রামের দলাইবিলে একটি লাশ উদ্ধার করলেন তারাকান্দা থানা পুলিশ।
জানা গেছে, আজ শুক্রবার (০৪ মার্চ ২০২২) তারিখ দুপুরে চিনাপতি গ্রামের কিছু মানুষ দলাইবিলে মাছ ধরতে গিয়ে দেখতে পায় একটা বস্তাবন্দি মানুষের লাশ। চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তখনই স্থানীয় লোকেরা তারাকান্দা থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।
ঘটনাস্থলে তারাকান্দা থানা পুলিশ এসে বস্তাটি খুলে দেখে একটি অজ্ঞাত পুরুষের লাশ। (বস্তাবন্দি গলায় ইটবাধা অবস্থায়) ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করে তাঁরা। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নিয়ে যায় তারাকান্দা থানা পুলিশ।
এখনো জানা যায়নি উদ্ধারকৃত লাশটির নাম ও ঠিকানা। কে বা কারা মেরেছে তাও কোন ক্লো পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারাকান্দা থানা পুলিশ।