স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দার বাগুন্দামোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মাহমুদ (৩০) ও হনুফা (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন ছয়জন। পথে বাগুন্দা মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় ৫জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।