তারাকান্দা ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা রাতের আধারে দূবৃত্তরা বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, উপজেলার রামপুর ইউনিয়নে সাদুল্লাপুর গ্রামের জুয়েল মিয়ার মৎস্য চাষের পুকুরে দূবৃত্তরা শুক্রবার গভীর রাতে বিষ প্রয়োগ করে পাঁচ লক্ষ টাকার মাছ নিধন করে।
মৎস্য চাষি জুয়েল মিয়া জানান, শুক্রবার সন্ধায় ওই পুকুরে মাছের খাবার দিয়ে সে বাড়িতে চলে যায়। তারপর রাত দুইটার দিগে পুকুরে এসে দেখে মাছ মরে ভেসে উঠছে।
তিনি আরো জানান,আটমাস পূর্বে ওই পুকুরে তেলাপিয়া, মাগুর,রুই,কাতলা মাছের চাষ শুরু করে। প্রায় চর লক্ষ টাকার খাবার পুকুরে দেয়। দূবৃত্তের দেওয়া বিষ প্রয়োগে প্রায় তার আট লক্ষ টাকার মাছ ক্ষতি হয়েছে।