মোঃ আসাদুল ইসলাম মিন্টু,ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন ত্রিশালের কৃতি সন্তান এমরান হোসাইন অলি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১০ নভেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্যের যৌথ স্বাক্ষরে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এমরান হোসাইন অলি ( যুগ্ম-সাধারণ সম্পাদক-১) ময়মনসিংহ জেলা ছাত্রলীগ পদ থেকে জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে অভিযোগ তদন্তে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল।
নবাগত সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এমরান হোসাইন অলি বর্তমান জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ এর দায়িত্বে ছিলেন। তিনি এর আগে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কলা অনুষদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তিনি ত্রিশাল পৌর দরিরামপুর ৭ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নানের ছেলে।