শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জননেত্রী শেখ হাসিনা মায়েদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছেন- নাজমুল হাসান ময়মনসিংহে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রানীশংকৈলে ইয়াবাসহ আটক-১  প্রতিদিনের কাগজ’র প্রকাশক ইয়াছমিন শিলা’র পিতা ইদ্রিস আলীর মৃত্যুতে শোক প্রাথমিক শিক্ষা পদকে রংপুর জেলার শ্রেষ্ঠ হলেন গংগাচড়ার ইউএনও ভারত থেকে ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন আমদানি ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের এককালিন আর্থিক সহায়তার চেক বিতরণ কেউ বাজার অস্থিতিশীল করলে ছাড় নয় কপিলমুনি বাজার মনিটরিংয়ে ইউ এন ও মুহাম্মদ আল- আমিন জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন শেরপুরের নালিতাবাড়ীতে প্রাইভেটকারে করে প্রাচারকালে ৫৯ বোতল ভারতীয় মদসহ ২ প্রচারকারি আটক
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ত্রিশালের গার্মেন্টেসের ১০ লক্ষ টাকা চুরি মামলার চতুর্থ আসামীকে গ্রেফতার করেছে পিবিআই

রির্পোটারের নাম / ৪১ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: রবিবার, ২০ মার্চ, ২০২২, ৯:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : সিসিটিভির অস্পষ্ট চলনভঙ্গি দিয়ে ত্রিশালের বহুল আলোচিত গার্মেন্টেসের প্রায় ১০ লক্ষ টাকা চুরির রহস্য উদঘাটন মামলার চতুর্থ আসামী আজিজুল (৩০) কে গ্রেফতার করেছে মযমনসিংহ পিবিআই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৯/০৩/২০২২ খ্রিঃ রাত অনুমান ১৯.৩০ ঘটিকায় ত্রিশালের বাগান এলাকা হতে টেক্সটাইল সিটি (কনজ্যুমার গার্মেন্টস লিঃ) এ চুরি মামলার চতুর্থ তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আব্দুল আজিজ @ আজিজুলকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গত ০১ ডিসেম্বর/২০১৯ইং দিবাগত রাতে টেক্সটাইল সিটি (কনজ্যুমার গার্মেন্টস লিঃ) হতে অজ্ঞাতনামা চোর কর্তৃক ৯,৬০,৪০০/- টাকা চুরি হওয়ার প্রেক্ষিতে উক্ত গার্মেন্টেসের সিকিউরিটি ইনচার্জ বাদী হয়ে ত্রিশাল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা নং-০৬, তাং-০২/১২/২০১৯ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড দায়ের করেন। মামলাটি ত্রিশাল থানা পুলিশ ০৭ মাস তদন্ত করে। থানা পুলিশ কর্তৃক তদন্তাধীন অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে মামলার তদন্তভার পিবিআই ময়মনসিংহ জেলার উপর অর্পণ করা হয়। পিবিআই ময়মনসিংহ জেলা কর্তৃক মামলাটি তদন্তকালে জব্দকৃত সিসিটিভি ফুটেজ বারংবার পরীক্ষা করা হয়। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বোরকা পড়া এক জন পুরুষের বিশেষ ভঙ্গিমায় হাটা অর্থ্যাৎ মেয়েলী ভঙ্গিতে হাটার দৃশ্য পরিলক্ষিত হয়। উক্ত বিষয়ে টেক্সটাইল সিটি গার্মেন্টস এ কর্মরত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদসহ এবং গোপনে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানের এক পর্যায়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় সন্ধিগ্ধ হিসেবে আসামী মোফাজ্জল হোসেন @ জুয়েল মিয়াকে গত ২৩ মে ২০২১ খ্রিঃ ভোর ০৫টায় পাগলা থানাধীন তললী এলাকা হতে এবং আসামী মোঃ হানিফ ও মোঃ সেলিম হোসেনকে গত ২৩ মে ২০২১ খ্রিঃ বেলা ১১.৩০ ঘটিকায় ত্রিশাল থানাধীন বাগান এলাকা হতে গ্রেফতার করে। গত ২৪/০৫/২০২১ খ্রিঃ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত উক্ত ০৩ জন সন্ধিগ্ধ আসামী বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারামতে স্বেচ্ছায় নিজেদের জড়িয়ে সহযোগী আসামী মোঃ আব্দুল আজিজ @ আজিজুল নাম উল্লেখ করে স্বীকারোক্তি প্রদান করে।
পিবিআই, ময়মনসিংহ জেলা ত্রিশালের টেক্সটাইল সিটি (কনজ্যুমার গার্মেন্টস লিঃ) এ চুরির ঘটনার সাথে জড়িত চতুর্থ তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আব্দুল আজিজ @ আজিজুলকে গ্রেফতারের লক্ষ্যে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রাখে। একপর্যায়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৯/০৩/২০২২ খ্রিঃ রাত অনুমান ১৯.৩০ ঘটিকায় ত্রিশালের বাগান এলাকা হতে টেক্সটাইল সিটি (কনজ্যুমার গার্মেন্টস লিঃ) এ চুরি মামলার চতুর্থ তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আব্দুল আজিজ @ আজিজুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে টেক্সটাইল সিটি (কনজ্যুমার গার্মেন্টস লিঃ) এ চুরির ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করে। গতকাল ২০/০৩/২০২২ খ্রিঃ গ্রেফতারকৃত তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আব্দুল আজিজ @ আজিজুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মতে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আব্দুল আজিজ @ আজিজুলকে গ্রেফতারের মধ্য দিয়ে পিবিআই, ময়মনসিংহ জেলা ত্রিশালের টেক্সটাইল সিটি (কনজ্যুমার গার্মেন্টস লিঃ) এ চুরি মামলার সকল আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com