রফিকুল ইসলাম শামীমঃ ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়ীঘর ভাংচুর করে লুটপাটের ঘটনা ঘটেছে। বাড়ীঘর ভাংচুর করে লুটপাটের ঘটনায় ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানাযায় ত্রিশাল উপজেলার রায়মনি হাসমতের মোড়ের কাছে রায়মনি দক্ষিন পাড়া গ্রামের মাজেদা বেগমের সাথে একই এলাকার ফজলুল হক,আসাদুল হক,আরিফ, রাজিব দের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এই জমির বিরোধ নিয়ে আদালতে মামলা ও চলছে। জমির বিরোধকে কেন্দ্র করে ১৫ জানুয়ারী শনিবার দুপুরে মাজেদা বাড়ীতে ফজলুল হক, আসাদুল হক, আরিফ, রাজিব গুন্ডা পান্ডা নিয়ে হামলা করে ভাংচুর করে। এসময় মাজেদা ও তার ছেলে সোহেল বাধা দিতে আসলে হামলাকারীরা তাদের মা ছেলেকে মারধোর করে আহত করে। এসময় হামলাকারীরা ভাংচুর করা মালামাল ও দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়।
পরে আহত সোহেল ৯৯৯ ফোন দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলা কারীরা পালিয়ে যায়।
আহত সোহেল মিয়া জানান-জমি নিয়ে আমার মা মাজেদা বেগমের সাথে ফজলুল হক, আসাদুল হক, আরিফ, রাজিবদের সাথে আদালতে মামলা চলতেছে তার পর ও তারা শনিবার দুপুরে আমাদের বাড়ীতে লাঠি শোটা নিয়ে হামলা করে ভাংচুর করেছে । আমরা ফেরাতে গেলে আমাকে ও আমার বৃদ্ধ মাকেও মারপিট করে আহত করেছে। তারা বাড়ী দোকান শুধু ভাংচুর ই করেনি তারা সকল মালামাল লুটপাট করে নিয়ে গেছে।