মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল, প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক-এর পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে (রাশেদুল ইসলাম কনফারেন্স) হল রুমে এই বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আক্তারুজ্জামান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ’র সঞ্চালনায়।বিদায় সংবধর্না অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহের উপ- পরিচালক জাহাঙ্গীর আলম, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলার ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, উপজেলা মাধ্যমিক অফিসার আতিকুল ইসলাম সহ উপজেলার সকল চেয়ারম্যান/ সচিব এবং উপজেলার সকল কর্মকর্তা- কর্মচারিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।