ত্রিশাল সংবাদদাতা) : গত ৫ ফেব্রুয়ারি, ময়মনসিংহের ত্রিশালের হিন্দু পল্লিতে জ্ঞান, বিদ্যা , চারুকলা শিল্প ও সাহিত্যের দেবী সরস্বতী পূজা উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ, ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা কৃষিবিদ নিতাই চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার জননন্দিত মেয়র এবিএম আনিছুজ্জামান ( আনিছ) প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরকারি নজরুল কলেজের সাবেক অধ্যাপক কবি সাব্বির রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রাশিদুল হাসান বিপ্লব। আরও বক্তব্য রাখেন ,দুঃখু মিয়া বিদ্যানিকেতনের সাবেক শিক্ষক বাবু আশুতোষ কর্মকার, বিশিষ্ট ক্রীড়াবিদ মশিয়ুর রহমান দীপক, সাংবাদিক এটিএম মনিরুজ্জামান এবং সাবেক কাউন্সিলর ও পূজা উদযাপন পরিষদ, ত্রিশাল উপজেলা শাখার সভাপতি বাবু শংকর রায়, সাধারন সম্পাদক প্রণব আচার্য্য এবং নারী মুক্তি সংসদের সদস্য ও জেলা নারী মুক্তি সংসদ ময়মনসিংহ শাখার সভাপতি কল্পনা মোদক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাবু রাধারমন মোদক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান বলেন, সরস্বতী দেবীর বাহন হলো হাঁস।হাঁস শুভ্রতার প্রতীক। হিন্দু পল্লিতে এ বছর দুটো পূজার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে মূখ্য ভূমিকা পালন করছে ছোট ছোট ছেলে মেয়েরা।এ দেবীর অর্চনার মাধ্যমে তারা প্রকৃত বিদ্যালাভ করবে এং মানুষের কল্যাণ সাধন করবে।