ফাতেমা শবনম:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলায় শুক্রবার বিকেলে সিমেক পল্লী স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিমেক গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইঞ্জিঃ সরদার মোঃ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিমেক গ্রুপের ভাইস চেয়ারম্যান আফসানা খানম। উদ্বোধক ছিলেন ইউপি সদস্য রুস্তম আলী। প্রধান বক্তা ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা প্রদীপ চন্দ্র দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমেক গ্রুপের পরিচালক আবুল হোসেন, জেনারেল সেক্রেটারি ওমর ফারুক প্রমূখ। সিমেক পল্লীর পাশেই একটি মিনি ষ্টেডিয়াম করার ঘোষনা দেন সিমেক গ্রুপের চেয়ারম্যান।
এ ছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।