স্টাফ রিপোর্টার : দুর্গাবাড়ি ধর্মসভা সংস্কৃত কলেজের অধ্যক্ষ ও নাসিরাবাদ গার্লস হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা নকুল চক্রবর্তী (৬৬) আজ সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন (দিব্যান লোকান স্বগচ্ছতু তস্য আত্নানস্য সদগতি ভবঃ)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, নাতী নাতনী, আত্নীয় সজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এদিন রাতেই ময়মনসিংহ কেওয়াটখালী সিটি কর্পোরেশনের মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
উল্লেখ গত ৫ ফেব্রুয়ারি দুগাবাড়ি মন্দিরে সরস্বতী পূজায় যজ্ঞকালীন হঠাৎ ধুতিতে আগুন লেগে গিয়ে তিনি ঝলসে যান। দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে রেফার্ড করেন। সেখানে দীর্ঘ ১০ দিন চিকিৎসার পর তিনি পরলোক গমন করেন।