গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : চাল, ডাল, তেল, পানি, বিদ্যুৎ-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১৫মার্চ) বিকালে উপজেলা সদরের উত্তর বাজার ও মধ্যবাজার এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সদস্য মনিরা বেগম অনু, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাখাওয়াত হোসেন তসলিম, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল, সিপিবি পৌর কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, উপজেলা সুজনের সভাপতি রিয়াজুল হাসনাত, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয়, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।