স্টাফ রিপোর্টাল : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার (২৩ মার্চ) দুপুরে ময়মনসিংহে জাতীয় পার্টি মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ এর নেতৃত্বে এবং সদর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হযেছে।
ময়মনসিংহ প্রেসকাব প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জাপার ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি ডাঃ কে আর ইসলাম, কেন্দ্রীয় জাপা নেতা শফিকুল ইসলাম তপন, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, লাল মিয়া লাল্টু, মকবুল হোসেন, জেলা জাতীয় তরুন পার্টির আহ্বায়ক কাওসার আহমেদ প্রমূখ। এর আগে একটি প্রতিবাদ মিছিল জাপার সুন্দর মহলস্থ কার্যালয় থেকে বের হয়ে শহরের ধান সড়ক দিয়ে প্রেসকাবের সামনে এসে মানববন্ধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর জাপার সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ।